অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা নিয়ে শাবিতে সেমিনার

 সিলেট সুরমা ডেস্ক :::::  লেখক-গবেষক, সাংবাদিক অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় সেমিনার কক্ষে ‘অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা: প্রান্তজনের কথা’ শিরোনামে-শাবি বাংলা বিভাগ এ সেমিনার আয়োজন করে। যৌথভাবে সেমিনার পেপার উপস্থাপন করেন প্রিয়াংকা বনিক, সাবরিনা আহমদ, আফসানা শারমিন ও সাহেদ আহমদ। সেমিনারের তত্ত্বাবধায়ক ছিলেন ড. মো.জফির উদ্দিন (জফির সেতু)। সেমিনারপত্রটি তিনটি অধ্যায়ে বিন্যস্ত করে উপস্থাপন করা হয়। প্রথম অধ্যায়ে ছিল ‘অপূর্ব শর্মার জীবন কথা ও কর্ম পরিচয়’, দ্বিতীয় অধ্যায়ে ‘অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা’, তৃতীয় অধ্যায়ে ‘অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় … Continue reading অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা নিয়ে শাবিতে সেমিনার